Alexa
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

পাকিস্তানের মসজিদে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলায় নিহত বেড়ে ৮৩ 

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১২:৫২

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। ছবি: এএফপি পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, সারা রাত ধরেই মরদেহ আনা হয় হাসপাতালে। এ নিয়ে সোমবারের বিস্ফোরণে ৮৩ জনের নিহতের খবর পাওয়া গেল। এ ছাড়া আহত দেড় শতাধিক মানুষ।

পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ বলেছেন, ধ্বংসস্তূপের নিচে অনেক লোক চাপা পড়ে থাকায় মসজিদের ভেতরে এখনো উদ্ধার অভিযান চলছে। শহরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি রয়েছে। আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণ কবলিত এলাকাটি সম্পূর্ণ ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে শুধু অ্যাম্বুলেন্স প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, সোমবার জোহরের নামাজের সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছিলেন। 

হামলার পরপরই হতাহতদের দেখতে হাসপাতালে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: এএফপি

পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ইজাজ খান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, হামলার সময় ওই এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ কর্মকর্তা দায়িত্বরত ছিলেন। 

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পেশোয়ারের মসজিদে এই হামলার লক্ষ্যবস্তু ছিল পুলিশ। পাকিস্তানকে রক্ষার দায়িত্ব পালন করেন যারা, তাঁদের লক্ষ্য করেই সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে চায় বলে মনে করেন তিনি। সোমবার হামলার পরপরই হতাহতদের দেখতে হাসপাতালে যান শাহবাজ শরিফ। এ সময় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। 

এদিকে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। ন্যক্কারজনক এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মানহানির মামলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

    কানাডায় জনসংখ্যা বাড়াচ্ছে অভিবাসন

    যুক্তরাষ্ট্রে দুই স্কুলকর্মীকে গুলি করে পালাল শিক্ষার্থী

    কিয়েভের কাছে রুশ ড্রোন হামলা, নিহত ৪

    ইউক্রেন ইউরেনিয়াম-সমৃদ্ধ ট্যাংক পেলে কড়া জবাবের হুমকি পুতিনের

    আইএমএফের ঋণের প্রথম কিস্তি ৩৩ কোটি ডলার পেল শ্রীলঙ্কা

    টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, বাদ ইয়াসির

    শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে সমন জারি

    প্রথমবারের মতো সমুদ্র পথে মালয়েশিয়ায় যাচ্ছে সীতাকুণ্ডের টমেটো

    রেজিস্ট্রেশন নবায়নের দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

    ২৩ মার্চ: অক্ষয় একটি দিন

    আর্জেন্টিনার ম্যাচ কখন, কীভাবে দেখবেন