Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

পেশোয়ারে মসজিদে বিস্ফোরণ: নিহত বেড়ে ৫৯, আহত ১৫৭

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০৬

বিস্ফোরণের মসজিদের একটি অংশ ধসে পড়েছে। চাপা পড়েছেন বহু মানুষ। ছবি: এএফপি পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন এলাকার একটি মসজিদে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৫৭ জন। 

হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, রাত পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে পড়াদের উদ্ধারকাজ চালানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৯ জন, আহতাবস্থায় চিকিৎসাধীন ১৫৭ জন।

পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিচে অনেক লোক চাপা থাকায় মসজিদের ভেতরে এখনো উদ্ধার অভিযান চলছে। আহত ব্যক্তিদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

বিস্ফোরণ কবলিত এলাকাটি সম্পূর্ণ ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে শুধু অ্যাম্বুলেন্স প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

এ দিকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। 

বিস্ফোরণের ঘটনার পর পেশোয়ারের পুলিশ কর্মকর্তা সিকান্দার খান বলেছেন, বিস্ফোরণের কারণে মসজিদটির একটি অংশ ধসে পড়েছে। ওই এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে এবং সেখানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। 

ডনের সংবাদদাতা জানিয়েছেন, জোহরের নামাজ পড়ার সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

 
এর আগে গত বছর পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি শিয়া মসজিদে বড় ধরনের আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটেছিল। সেই হামলায় ৬৩ জন নিহত হন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    আইএমএফের ঋণের প্রথম কিস্তি ৩৩ কোটি ডলার পেল শ্রীলঙ্কা

    মিয়ানমারে সংঘর্ষে ৮৮ জান্তা সদস্য নিহত

    ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে ১২ জনের প্রাণহানি

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান ও ভারত

    আইএমএফের ৩০০ কোটি ডলার ঋণ পাচ্ছে শ্রীলঙ্কা

    পাকিস্তানে হামলায় ইমরানের দলের নেতাসহ নিহত ১০ 

    ‘মিউনিখে সেদিন অসহায় ও উদভ্রান্ত ছিলেন মেসি’

    আমতলীতে টানা চারদিনের বৃষ্টিতে তরমুজ চাষিদের স্বপ্ন ফিকে

    কাউনিয়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

    কেন্দুয়ায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াকে সংবর্ধনা

    রাশিয়ার নির্বাচনে যুক্ত কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ

    সেতু নির্মাণের চার বছরেও হয়নি সংযোগ সড়ক