কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয়ে এখনো খালি রয়েছে ৩০৪টি আসন। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪৫ টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৮টি এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২১টি আসন খালি রয়েছে।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
আসন খালি থাকার বিষয়ে তিনি বলেন, আগামী বুধবারের পর বিজ্ঞপ্তি দিয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ডাকা হবে। উপস্থিতি যারা থাকবে তাদের স্বাক্ষর নিয়ে মেধাতালিকা অনুযায়ী সাবজেক্ট দেওয়া হবে।
এদিকে ইবিতে প্রথম থেকে সপ্তম মেধাতালিকার শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলমান। গতকাল রোববার শুরু হওয়া এ ভর্তি কার্যক্রম চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে একে একে দশটি মেধাতালিকা দিয়েও শিক্ষার্থী খুঁজে পায়নি ইসলামী বিশ্ববিদ্যালয়। ইবির স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে গুচ্ছর অন্তভুক্ত মোট আসন আছে ২ হাজার ২০ টি। গত ১১ নভেম্বর প্রথম মেধাতালিকার প্রাথমিক ভর্তি সম্পন্ন হয়। পর্যায়ক্রমে দশম ধাপের মেধাতালিকা প্রকাশিত হয়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গত বুধবার।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. আহসান-উল-আম্বিয়া বলেন, প্রথম থেকে সপ্তম মেধাতালিকায় যারা নিশ্চয়ন করেছে তাঁদের আমাদের শিক্ষার্থী হিসেবে ধরে এখনো মোট ৩০৪টি আসন ফাঁকা আছে। যদি এর মধ্যে কেউ ভর্তি না হয় তাহলে ফাঁকা আসন বাড়বে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে