Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণ, ১৭ জন নিহত, আহত ৮৩ 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৬:০১

পাকিস্তানের পেশোয়ার রাজ্যের পুলিশ লাইন এলাকার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: টুইটার পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন এলাকার একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্তত ৮৩ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘৮৩ জন ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’ 

বিস্ফোরণকবলিত এলাকাটি সম্পূর্ণ ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে শুধু অ্যাম্বুলেন্স প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

পেশোয়ারের পুলিশ কর্মকর্তা সিকান্দার খান বলেছেন, বিস্ফোরণের কারণে মসজিদটির একটি অংশ ধসে পড়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

ডনের সংবাদদাতা জানিয়েছেন, জোহরের নামাজ পড়ার সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। 

মসজিদটিতে আগে থেকেই বোমা রাখা ছিল নাকি এটি কোনো আত্মঘাতী হামলা, তা এখনো জানা যায়নি। পুলিশ ওই এলাকাকে রেড জোন ঘোষণা করেছে এবং সেখানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। 

এর আগে গত বছর পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি শিয়া মসজিদে এ রকম বড় ধরনের আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছিল। সেই হামলায় ৬৩ জন নিহত হয়েছিলেন। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মিয়ানমারে সংঘর্ষে ৮৮ জান্তা সদস্য নিহত

    ইউক্রেন সংকট সমাধানে সংলাপের ডাক দুই বিশ্বনেতার 

    ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে ১২ জনের প্রাণহানি

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান ও ভারত

    বর্ণবাদ-নারীবিদ্বেষ ও সমকাম বিদ্বেষে জর্জরিত লন্ডন পুলিশ: প্রতিবেদন

    পাকিস্তানে হামলায় ইমরানের দলের নেতাসহ নিহত ১০ 

    সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

    ‘প্রেমঘটিত’ কারণে কীটনাশক পানে কিশোরের ‘আত্মহত্যা’

    নাটোরে শ্রমিকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরকীয়ার জেরে হত্যা

    র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুশফিক-উইলিয়ামসন 

    ইবিতে কাল থেকে ৪০ দিনের ছুটি 

    শান্তিগঞ্জে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, তরুণ গ্রেপ্তার