Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ইহুদিবিরোধী পোস্ট রাখার অভিযোগে টুইটারের বিরুদ্ধে মামলা 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৬:৫২

মাস্ক টুইটারের নেতৃত্ব নেওয়ার পর থেকে টুইটারে ঘৃণা ছড়ানো বক্তব্যের পরিমাণ বেড়েছে। ফাইল ছবি প্ল্যাটফর্মে ইহুদিবিরোধী পোস্ট রাখার অভিযোগে মাইক্রো ব্লগিং সাইট টুইটারের বিরুদ্ধে মামলা করেছে জার্মানির দুটি দল। ঘৃণামূলক বক্তব্য বিরোধী সংস্থা ‘হেইট এইড’ ও ইহুদি ছাত্রদের ইউরোপীয় দল এই মামলা করে। দুটি দল জানিয়েছে, ইহুদি ধর্মাবলম্বীদের ওপর আক্রমণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে গণহত্যার ঘটনা অস্বীকার-সম্পর্কিত ছয়টি পোস্ট প্ল্যাটফর্ম থেকে সরায়নি টুইটার কর্তৃপক্ষ। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এসব পোস্ট টুইটার প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের পর। আনুষ্ঠানিকভাবে এ নিয়ে এখনো কিছুই জানায়নি টুইটার। ইহুদিবিরোধী মনোভাব প্রকাশ ও গণহত্যার ঘটনাকে অস্বীকার করা জার্মানিতে অবৈধ। এমনকি টুইটারের নিজস্ব শর্তাবলিও লঙ্ঘন করে এটি। 

গত ২ ডিসেম্বর দুটি পর্যবেক্ষক গোষ্ঠী একটি গবেষণা প্রকাশ করে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট এবং অ্যান্টি-ডিফেমেশন লিগ উভয়ই তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, মাস্ক টুইটারের নেতৃত্ব নেওয়ার পর থেকে টুইটারে ঘৃণা ছড়ানো বক্তব্যের পরিমাণ নাটকীয়ভাবে বেড়েছে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট জানায়, এই সময়টায় টুইটারে বর্ণবাদী শব্দের দৈনিক ব্যবহার চলতি বছরের গড়ের চেয়ে তিনগুণ বেড়েছে। এ ছাড়া, সমকামী ব্যক্তি এবং ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে অপমানজনক বাক্যের ব্যবহারও যথাক্রমে ৫৮ এবং ৬২ শতাংশ বেড়েছে। 

অ্যান্টি-ডিফেমেশন লিগ একটি পৃথক প্রতিবেদনে জানিয়েছে, তাদের তথ্যানুযায়ী টুইটারে ইহুদিবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এবং এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হারও কমেছে। উভয় গ্রুপই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী যোগাযোগ প্ল্যাটফর্ম টুইটারে ঘটে যাওয়া কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অ্যান্টি-ডিফেমেশন লিগ এই অবস্থাকে একটি ‘সংকটজনক পরিস্থিতি’ হিসেবে আখ্যায়িত করে। এসব ঘৃণা ছড়ানো পোস্টের বিরুদ্ধে ব্যবস্থার দায়িত্বে থাকা কর্মীদের ছাঁটাই করার ফলে এই পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলেও আশঙ্কা করে গোষ্ঠীটি। 

এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন চলাকালে ভুয়া তথ্য দিয়ে টুইটার সয়লাব হওয়ার অভিযোগ জানায় ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ। তারা জানায়, টুইটার ভুল তথ্যসংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিয়েছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই-বাছাইয়ের দায়িত্বে ছিলেন, তাঁদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হয়েছে। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    গুগলকে পাল্লা দিতে এআই যুক্ত অপারেটিং সিস্টেম আনছে মাইক্রোসফট 

    যুক্তরাষ্ট্রে কিশোর-কিশোরীদের মধ্যে কেন ফিচার ফোন জনপ্রিয় হচ্ছে

    ইনস্টাগ্রামে ছবি, ভিডিও বন্ধুর সঙ্গে আলাদা লাইব্রেরিতে শেয়ার করা যাবে  

    ভারতে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট ব্লক করেছে টুইটার

    হাতের তালু স্ক্যানে হবে খাবারের মূল্য পরিশোধ

    ভারতে গুগলকে ১৬ কোটি ডলার জরিমানা 

    এক বছরে একাই ৬ লাখ রুপির ইডলি অর্ডার করেছেন

    যুক্তরাষ্ট্রের প্রার্থী অজয় বঙ্গাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঘোষণা

    অভিযুক্ত হওয়ার পর যা বললেন ট্রাম্প ও তাঁর সমর্থকেরা

    রোজার তাৎপর্য, ইতিহাস ও উদ্দেশ্য

    মেসিদের কাছে হার আশা করেননি ফ্রান্সের সাবেক ফুটবলার

    উত্তরা-আগারগাঁও রুটে চালু হলো মেট্রোরেলের সব স্টেশন