Alexa
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

শেখ মুজিব সাফারি পার্কে দর্শণার্থীদের কাছে আকর্ষণের নাম কমনইল্যান্ড

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৩:৪৮

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আসা দর্শণার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে কমনইল্যান্ড প্রাণী। ছবি: আজকের পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আসা দর্শণার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে কমনইল্যান্ড প্রাণী। বিশাল দেহের এই প্রাণী দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জড়ো হয় শত শত দর্শনার্থী। কমনইল্যান্ড এন্টিলোপ প্রজাতির দক্ষিণ আফ্রিকান প্রাণীটি খুবই শান্ত প্রকৃতির। সাধারণত আফ্রিকা মহাদেশে এদের দেখা যায়। 

নারী কমনইল্যান্ডের ওজন প্রাপ্তবয়স্ক অবস্থায় ৩০০ থেকে ৬০০ কেজি পর্যন্ত হতে পারে। পুরুষ কমনইল্যান্ডের ওজন ৪০০ থেকে ৯০০ কেজি পর্যন্ত হয়। এদের দেহের দৈর্ঘ্য নারীর ক্ষেত্রে ৮০ থেকে ১১০ ইঞ্চি ও পুরুষের ক্ষেত্রে ৯৪ থেকে ১৩৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এই প্রাণী মূলত তৃণভোজী। নারী কমনইল্যান্ড বাচ্চাদের দুধ পান করায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আসা মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার স্কুলশিক্ষক মো. রমিজ উদ্দিন বলেন, সাফারি পার্কে মিনিবাসে প্রবেশের পর জেব্রা, এরপর বিশাল দেহের অধিকারী আফ্রিকান কমনইল্যান্ড প্রাণীটির কাছে বাস থামান চালক। হ্যান্ডমাইকে ঘোষণা দেন, হাতের বাঁ পাশে আফ্রিকান প্রাণী কমনইল্যান্ড। এরপর সবার চোখ প্রাণীটির দিকে। সত্যি খুব চমৎকার। 

নরসিংদীর রায়পুরা থেকে পার্কে আসা দর্শনার্থী লিপি আক্তার বলেন, ‘জীবনের প্রথম দেখা প্রাণীটি। প্রথমে দূর থেকে মনে হচ্ছিল একটি হরিণ দাঁড়িয়ে আছে। কাছাকাছি এলে দেখতে পাই বিশাল দেহের কমনইল্যান্ড। প্রাণীটি দেখে আমার সঙ্গে আসা ছেলেমেয়েরা খুবই আনন্দ পেয়েছে। প্রাণীটি দেখতে খুবই শান্ত মনে হয়েছে।’ 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রতিষ্ঠার পর ২০১৫ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা থেকে একটি নারী ও একটি পুরুষ কমনইল্যান্ড আমদানি করা হয়। এরপর ২০১৮ সালে প্রথমবারের মতো আফ্রিকান তৃণভোজী প্রাণী কমনইল্যান্ডের ঘরে একটি নারী বাচ্চার জন্ম হয়। তিনি আরও জানান, ‘কমনইল্যান্ড দক্ষিণ আফ্রিকার প্রাণী হলেও আমাদের পার্কে অনুকূল পরিবেশে প্রাণীগুলো বংশবিস্তার করতে পারছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বিশ্বের প্রথম অক্টোপাসের খামার স্পেনে, বিজ্ঞানীদের উদ্বেগ

    বিশ্বের সবচেয়ে বড় ব্যাঙ হুমকির মুখে

    এই শতাব্দী শেষে প্রতি ১০ প্রজাতির একটি বিলুপ্ত হতে পারে: গবেষণা

    বেলাই বিলের সৌন্দর্য টানছে দর্শনার্থীদের, বাড়ছে স্থানীয়দের জীবনমান

    ‘মহামারি দূর করতে চাই প্রাণীবান্ধব পরিবেশ’

    সুন্দরবনে কুমির পিলপিলের ডিমে ৩৮টি বাচ্চা ফুটেছে

    রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার 

    চাঁদপুরের যেসব গ্রামে রোজা শুরু আজ

    সার্চের ফলাফলেও বিজ্ঞাপন দেখাবে ইনস্টাগ্রাম 

    শিল্পীর সংগঠন প্রয়োজন আছে কি

    কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ 

    ‘বললেই গাইব’