Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

রায়পুরায় পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১১:২৮

ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খোরশেদ মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন।

নিহত খোরশেদ মিয়া ভৈরব উপজেলার মধ্যের চর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি অটোরিকশার চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ৭টার দিকে নরসিংদী থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। পথে মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক আসা বারৈচাগামী অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালক নিহত হন। এ সময় অটোরিকশার আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা অন্যদিকে, ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান। এ ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ যানজট নিরসনে কাজ শুরু করে। পরে সকাল ৯টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। 

প্রত্যক্ষদর্শী মো. হারুন বলেন, ভৈরবগামী পিকআপ ভ্যানের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এতে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোরিকশার চালক নিহত হন। শুধু তাই নয়, অটোরিকশায় থাকা আরও এক যাত্রীর দুই পা ভেঙে গেছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠায়।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নুর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছি। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসি। তবে ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার ৪ 

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড