Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

জমে উঠেছে সাকিব-মাশরাফি-ইমরুলের প্রতিযোগিতা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১০:৫২

মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, এ নিয়ে বিতর্কের সুযোগ নেই। তাঁর নেতৃত্বে একাধিক ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন হয়েছে চারবার। এবার সিলেট স্ট্রাইকার্সকে সফল নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। তাঁর অধীনেই ব্যর্থতার বৃত্তে আটকে থাকা সিলেটও যেন এবার উড়ছে। 
মাশরাফির সঙ্গে জমে উঠেছে বিপিএলের আরও দুই সেরা অধিনায়ক সাকিব আল হাসান ও ইমরুল কায়েসের লড়াই। পয়েন্ট টেবিলের তিন শীর্ষ দল—সাকিবের ফরচুন বরিশাল, মাশরাফির সিলেট এবং ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যে এই লড়াই ট্রফি নির্ধারণ পর্যন্ত গিয়ে যে শেষ হবে, সেটি একরকম নিশ্চিতই বলা যায়।

লিগ পর্বে আরও তিন ম্যাচ খেলবে সিলেট। কোয়ালিফায়ার খেলার দৌড়ে এগিয়ে আছে তারা। সিলেটকে নেতৃত্ব দিয়ে যদি ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারেন মাশরাফি, তাহলে বিপিএলে ১০০ ম্যাচে নেতৃত্ব দেওয়া প্রথম অধিনায়ক হবেন তিনি। সে পর্যন্ত গেলে সিলেটও পাবে প্রথম শিরোপা জয়ের সুযোগ। গতকাল মাশরাফি ও ইমরুল—দু্জনই খেলেছেন বিপিএলের শততম ম্যাচ।

সাকিবও পিছিয়ে নেই এখানে। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তাঁর দল। ২০১৬ বিপিএলে তাঁর নেতৃত্বে শিরোপা জেতে ঢাকা ডায়নামাইটস। ২০১৯ ও ২০২২ বিপিএল কুমিল্লাকে চ্যাম্পিয়ন করেন ইমরুল। এবারও তাঁর অধিনায়কত্বে ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে কুমিল্লা। ২০১২ ও ২০১৩ বিপিএলে ঢাকা, ২০১৫ কুমিল্লা এবং ২০১৭ বিপিএলে রংপুর চ্যাম্পিয়ন হয় মাশরাফির নেতৃত্বে। তাঁর নেতৃত্বে সিলেট এখনো পর্যন্ত ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে।

জমে উঠেছে সাকিব-মাশরাফি-ইমরুলের প্রতিযোগিতা মাশরাফি, সাকিব ও ইমরুলের নেতৃত্বের লড়াই শুধু শিরোপায় আটকে নেই। আছে পরিসংখ্যানেও। বিপিএল অন্তত ২০ ম্যাচে অধিনায়কত্ব করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে এ তিনজনের জয়ের হারই বেশি। তাঁদের মধ্যে এগিয়ে আছেন ইমরুলই।

ইমরুল ৩৬ ম্যাচে অধিনায়কত্ব করে সাফল্য ৬৯.৪৪ শতাংশ। ৮২ ম্যাচে সাকিবের সাফল্য ৬৪.৬৩ শতাংশ। ৯৫ ম্যাচে মাশরাফির সাফল্য ৬৪.২১ তাঁর শতাংশ। বিপিএলে যেভাবে ঘন ঘন অধিনায়ক বদলের খেলা দেখা যায়, সেখানে ব্যতিক্রম এই তিন অধিনায়ক।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    আ.লীগে প্রার্থীজট, নির্ভার বিএনপি

    তামিমের কী হলো

    কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক: থাকছে না নয়-ছয় নীতি

    আরাভ বিভিন্ন বয়সী মেয়েদের দিয়ে যৌন ব্যবসা করতেন: স্ত্রীর জবানবন্দি

    সাকিব হতে পারতেন রোল মডেল

    ধাওয়ার পর পুলিশের গুলি, কোপায় এমপি ফিরোজের লোকেরা

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড