Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলার নিন্দা ৫২ নাগরিকের

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২৩:০৬

বেলার প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি  বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন দেশের ৫২ বিশিষ্ট নাগরিক। 

আজ শনিবার এক বিবৃতিতে তাঁরা চট্টগ্রাম নগরে আকবর শাহ এলাকায় রিজওয়ানা হাসান, বেলার অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকদের ওপর আক্রমণ এবং তাঁদের বহনকারী গাড়ি আটকে রাখার ঘটনাকে ন্যক্কারজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন। 

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বিশিষ্ট নাগরিকেরা বলেন, ‘রাষ্ট্রের অভ্যন্তরে নাগরিকদের চলাফেরা ও নিরাপত্তা পাওয়ার অধিকার প্রত্যেকের সাংবিধানিক অধিকার। তাই রাষ্ট্রকে সব নাগরিকের এই অধিকার নিশ্চিত করতে হবে।’ 

তাঁরা বলেন, ২৬ জানুয়ারি আকবর শাহ থানাধীন লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কেটে ভরাট করা ছড়া পরিদর্শনের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমের নেতৃত্বে সশস্ত্র দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছে। তাঁর সফরসঙ্গীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। প্রতিনিধিদলের গাড়িটি কমিশনারের লোকজন আটকে রাখে। পরে পুলিশ গাড়ি ছাড়িয়ে নেয়। 

এই আক্রমণের ঘটনায় আকবর শাহ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানান। 

বিবৃতি দিয়েছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের চেয়ারপারসন সুলতানা কামাল, অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নিজেরা করির সমন্বয়কারী ও এএলআরডির চেয়ারপারসন খুশী কবির, মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট জেড আই খান পান্না, সিপিডির বোর্ড অব ট্রাস্টি ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শামসুল হুদা, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আনু মুহাম্মদ, নারীপক্ষের সদস্য শিরিন হক, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আইনজীবী ড. শাহদীন মালিক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং রিসার্চ ফেলো ড. স্বপন আদনান, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, অধ্যাপক ড. আসিফ নজরুল, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, অধ্যাপক ড. মোহাম্মদ তানজিম উদ্দিন খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় অধ্যাপক ফিরদৌস আজিম, অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত, কবি ও লেখক রাহনুমা আহমেদ, ব্লাস্টের সম্মানী নির্বাহী পরিচালক সারা হোসেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, আলোকচিত্রী ও সমাজকর্মী ড. শহিদুল আলম, বাংলাদেশ আদিবাসী ফোরাম সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী ও কাপেং ফাউন্ডেশন নির্বাহী পরিচালক পল্লব চাকমা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সুপ্রিম কোর্ট বার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

    ঈদে শিমুলিয়া ঘাট দিয়ে মোটরসাইকেল পারাপার করতে চায় নৌপরিবহন মন্ত্রণালয়

    বাংলাদেশে সাংবাদিক হয়রানি ও আটকের ঘটনায় ১২ দেশের উদ্বেগ

    অনেক আন্তর্জাতিক শক্তি আছে, যাদের ধারাবাহিক গণতন্ত্র পছন্দ নয়: শেখ হাসিনা

    কালরাত স্মরণে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট

    কালরাতে স্বামী আর বোনকে হারান, জীবনসায়াহ্নে শেষ আশা ফুলবানুর

    গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জেল-জরিমানা

    রাষ্ট্রদ্রোহ আইন অসাংবিধানিক, পাকিস্তানের উচ্চ আদালতের রায়

    খুলনায় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

    দেশের মানুষ শান্তিতে খাদ্য গ্রহণ করে যাচ্ছে: সুজিত রায়

    শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে চালকের মৃত্যু

    বান্দরবানে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি