সরস্বতী পূজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে কোনো আয়োজন না থাকা এবং প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবি তুলেছেন হলটির শিক্ষার্থীরা। এই দাবিতে ২৬ জানুয়ারি রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, প্রভোস্টের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, প্রভোস্ট তুই গেলি কই’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন। শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন সময়ে প্রভোস্ট শিক্ষার্থীদের হয়রানি করেন, ফেসবুকে পোস্ট দিলে সেগুলোর স্ক্রিনশট নিয়ে রুমে ডেকে কটু কথা বলেন।
আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি ক্লিক করুন: https://www.youtube.com/c/AjkerPatrikabd
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে