রোববার, ০৬ অক্টোবর ২০২৪

সেকশন

 

এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে পারে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১০:৫১

এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি প্রকাশ হতে পারে। আজকের পত্রিকা ফাইল ছবি  উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে পারে। আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানান। 

তাঁরা বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য তিনটি তারিখ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। এর মধ্য থেকে ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি পাওয়া গেছে। বিষয়টি খুব শিগগির আনুষ্ঠানিকভাবে জানানো হবে। 

আগামী ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশিত হবে কি না—এমন প্রশ্নে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘আপনি ভুল শোনেননি।’ 

এর আগে আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। 

পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রীতি মেনে চলে শিক্ষা বোর্ডগুলো। সেই হিসাবে আগামী ১১ ফেব্রুয়ারি এই সময়সীমা শেষ হতে যাচ্ছে। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী প্রচলিত প্রথা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে থাকেন। 

বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৬ নভেম্বর। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এবারও এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেওয়া হবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    সাত কলেজ, প্রযুক্তি ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ভর্তি প্রক্রিয়া শুরু

    ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র

    আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

    দ্য সাইকোলজি অব মানির ৬ শিক্ষা

    সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সনদ পেল মেট্রোপলিটন ইউনিভার্সিটি

    পাঠকবন্ধুর বই বিনিময় ও বই আড্ডা

    পানির নিচে দুই শতাধিক গ্রাম

    ‘রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি সমান্তরালে চলবে’

    রিটেইল স্টার্টআপ অ্যাওয়ার্ড পেল ‘ফুডি’

    মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি 

    ৫-৭ আগস্টের মধ্যেই পালিয়েছেন বিগত সরকারের লোকেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২