বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সিতসিপাস

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৬:৫৪

সেমিফাইনালে কারেন কাচানভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সিতসিপাস। ছবি: এএফপি অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে তিনবার সেমিফাইনালে খেললেও ফাইনালে খেলার সুযোগ পাননি স্তেফানোস সিতসিপাস। অবশেষে চতুর্থবারের চেষ্টায় সেই সুযোগ পাচ্ছেন তিনি। 

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কারেন কাচানভকে ৭-৬ (৭-২),৬-৪, ৬-৭ (৬-৮),৬-৩ গেমে হারিয়েছেন সিতসিপাস। এ জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলার সুযোগ পেয়েছেন গ্রিস তারকা। 

রড লেভার অ্যারেনায় শুরু থেকেই সেমির ম্যাচটি জমে উঠেছিল। শুরুর সেটটিই গড়ায় টাইব্রেকারে। সিতসিপাস ৫-৩ ব্যবধানে এগিয়ে যখন সেট জয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনই ঘুরে দাঁড়িয়ে সেটকে টাইব্রেকার নিয়ে যান কাচানভ। তবে শেষ পর্যন্ত সেটটি জিততে পারেননি তিনি। 
প্রথম সেট ৭-৬ (৭-২) ব্যবধানে জেতার পর দ্বিতীয় সেটে ৬-৪ জিতে যান সিতসিপাস। প্রথম দুইটি জিতে যখন সরাসরি সেটে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলেন তৃতীয় বাছাই। এবারও তাঁর জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান কাচানভ। সেটে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে তৃতীয় সেটটি টাইব্রেকারে জেতেন তিনি। ৬-৭ (৬-৮) জিতে ম্যাচের ফল ২-১ ব্যবধান করেন রাশিয়ান তারকা। 

তবে চতুর্থ সেটে কাচানভকে উড়িয়ে দেন সিতসিপাস। ১৮ তম বাছাইকে ৬-৩ সেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠেন তিনি। এ জয়ে প্রতিপক্ষের বিপক্ষে জয়ের পাল্লাটাও ছয়ে বাড়িয়ে নিলেন তৃতীয় বাছাই। এর আগের পাঁচবারের কখনো প্রতিদ্বন্দ্বীর কাছে হারেননি তিনি। 

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠায় এবার সুযোগ পাচ্ছেন প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম জয়ের। ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেও অধরা স্বপ্নটি পূরণ করতে পারেননি তিনি। ক্লে কোর্টের সেই ফাইনালে হেরেছিলেন নোভাক জোকোভিচের কাছে। এবার মেলবোর্ন পার্কের ফাইনালে হয়তো আবারও তাঁর দেখা হতে পারে সার্বিয়ান তারকার সঙ্গে। দ্বিতীয় সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ টমি পাল। এ দুজনের মধ্যে যে জিতবে তাঁর সঙ্গেই ফাইনালে লড়বেন সিতসিপাস। 

ম্যাচ শেষে উচ্ছ্বসিত সিতসিপাস বলেছেন, ‘এটা ভাবছিলাম যে, এই জায়গায় আসতে কতটা পরিশ্রম করেছি। লেগে থাকলে, নিজেকে আরও বেশি উজাড় করে দিলে এবং মনোযোগ ধরে রাখলে তার মূল্যটা পাওয়া যায়।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ওয়ানডে দিয়ে ফেরার অপেক্ষায় সাকিব 

    মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

    ‘অভিনন্দন মুশফিক, চালিয়ে যা’

    মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম ১০৩৪ শতাংশ বাড়ল

    টিভিতে আজকের খেলা (৮ জুন ২০২৩, বৃহস্পতিবার) 

    ৫৮ বছরের অপেক্ষা ফুরাল ওয়েস্ট হামের

    ওয়ানডে দিয়ে ফেরার অপেক্ষায় সাকিব 

    সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

    ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১১.৮৪ শতাংশ

    পাবনায় বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ, হাবিবসহ আহত ১০ 

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী