ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে সন্ধ্যায় উপজেলার গঙ্গাসাগর-আখাউড়া সড়কের মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সখিনা বেগম (৬৫) ওই এলাকার সুবহান মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার উপপরিদর্শক জাকির হোসেন।
জাকির হোসেন জানান, বুধবার সন্ধ্যায় সখিনা বেগম সড়কের পাশ দিয়ে হেঁটে গঙ্গাসাগর থেকে আখাউড়া সদরের দিকে যাচ্ছিলেন। পথে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে সখিনা মারা যান।
তিনি আরও জানান, মোটরসাইকেলটি ওই এলাকার আশিক উদ্দিন দেওয়ান নামের এক যুবক চালাচ্ছিলেন। তাঁকেও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। চালক আশিক উদ্দিনকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে