রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে রাত ১০টা ৪৫ মিনিটে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, ‘৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।’
ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘ওই ওয়ার্ডের গংগ্রিছড়াপাড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) ও এমএনপির মধ্যে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় জেএসএস (সন্তু লারমা) দলের সম্রাট (৩২) নামে একজন গোলাগুলিতে নিহত হন।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে