বিএনপিকে আন্দোলনের জন্য সরকার চিপা গলি দিচ্ছে মন্তব্য করে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, পুলিশ ও আওয়ামী লীগ বাধা দিয়েও আন্দোলন ঠেকাতে পারছে না। বিএনপির নেতা-কর্মীদের জনস্রোত প্রমাণ করে মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। নেতা-কর্মীদের ওপর একের পর এক হামলা, মামলা ও হয়রানির পরও বিএনপি রাজপথ ছাড়েনি।
আজ বুধবার বিকেলে ময়মনসিংহে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ১০ দফা মূলত হচ্ছে ঐক্যবদ্ধ থেকে দাবি আদায় করা। সেই দাবি আদায়ের আন্দোলনে ডাক দেওয়া মাত্রই সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। আর সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ থেকে বিএনপি সরবে না। বিএনপির আন্দোলন জনমানুষের আন্দোলন।
তিনি আরও বলেন, বিএনপি নেতা-কর্মীদের হামলা মামলা দিয়ে পুলিশ হয়রানি করছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও পুলিশ তা করে দেখিয়েছে।
দেশে বিদ্যুৎ নাই, সার নাই, গ্যাস নাই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। সাধারণ মানুষ এখন হাঁপিয়ে উঠছে। সরকার দেশ চালাতে ব্যর্থ। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
এ সময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলার আহ্বায়ক ডা মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগরের আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দ, উত্তর জেলার আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান, ডা. মোফাখারুল ইসলাম রানাসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে