খুলনায় পুলিশের দায়ের করা নাশকতার তিন মামলায় মহানগর ও জেলা বিএনপির সদস্যসচিবসহ ৬৬ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
বিএনপি পক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করেন। নগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পীসহ ৬৬ নেতা-কর্মী আজ বুধবার আদালতে জামিনের আবেদন করেন। আদালত মামলার শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা অভিযোগ করেন, গত ১০ ডিসেম্বর খুলনা সদর, সোনাডাঙ্গা ও লবণচরা থানা-পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানিমূলক মামলা করে। এসব মামলায় অর্ধশত নেতা-কর্মী দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। অন্যরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। আজ তাঁরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে