স্বপ্নের মতো এক ওয়ানডে সিরিজ কাটিয়েছেন শুভমান গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটো সেঞ্চুরি করেছেন, যার একটি আবার রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রান করার রেকর্ডে বাবর আজমকে ছুঁয়েছেন গিল। বাবর-গিলদের সঙ্গে এই তালিকায় আছেন ইমরুল কায়েস।
সদ্য সমাপ্ত ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হায়দরাবাদে ২০৮ রান করেন গিল। এরপর রাইপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর গতকাল ইন্দোরে তৃতীয় ওয়ানডেতে ১১২ রানের ইনিংস খেলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় এই ব্যাটার করেছেন ৩৬০ রান। এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন গিল ও বাবর। ২০১৬ তে সংযুক্ত আরব আমিরাতে হ্যাটট্রিক সেঞ্চুরিতে ৩৬০ রান করেছিলেন বাবর। ইমরুল আছেন এই তালিকায় দুইয়ে। ২০১৮ তে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ৩৪৯ রান। দুই সেঞ্চুরি ও এক ফিফটি করেছিলেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক:
১। বাবর আজম (পাকিস্তান) : ৩৬০ রান; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; আয়োজক: সংযুক্ত আরব আমিরাত; ২০১৬
১। শুভমান গিল (ভারত) : ৩৬০ রান; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; আয়োজক: ভারত; ২০২৩
২। ইমরুল কায়েস (বাংলাদেশ) : ৩৪৯ রান; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; আয়োজক: বাংলাদেশ; ২০১৮
৩। কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) : ৩৪২ রান; প্রতিপক্ষ: ভারত; আয়োজক: দক্ষিণ আফ্রিকা; ২০১৩
৪। মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) : ৩৩০ রান; প্রতিপক্ষ: ইংল্যান্ড; আয়োজক: ইংল্যান্ড; ২০১৩
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে