ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে ভারত থেকে আসা মাদকসহ (স্কফ) মো. পারভেজ (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগরে ভারত থেকে আসা ৪৯ বোতল স্কফসহ তাঁকে আটক করা হয়।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পারভেজকে মাদকসহ আটক করা হয়েছে। পরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে