শিক্ষকদের জীবন সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের সহজ শর্তে স্মার্ট ক্রেডিট কার্ড দিয়েছে এবি ব্যাংক। সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের এই স্মার্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়।
শিক্ষকদের হাতে স্মার্ট কার্ড দেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল, পাটগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শুকুর আহমেদ, এবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে