জয়পুরহাটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আব্দুল মমিন (৩৭) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুল মমিন জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার মজিবর রহমানের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা।
জেল সুপার রীতেশ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল মমিন ছিলেন দুষ্টু প্রকৃতির মানুষ। তিনি মাদক সেবন করতেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে দেওয়া মামলায় তিনি জেলহাজতে ছিলেন।’
রীতেশ চাকমা আরও বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কারাগারের ভেতরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন দ্রুত তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে