গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মালি থেকে অবৈধভাবে আনা চারটি গ্রিভেট বানর হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাফারি পার্ক কর্তৃপক্ষ সেগুলো বুঝে রাখে। বানর চারটি সাফারি পার্কের বন্যপ্রাণী কোয়ারেন্টাইন জোনে রাখা হয়েছে।
বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, গত ২১ জানুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ চারটি গ্ৰিভেট প্রজাতির বানর জব্দ করে। এগুলো পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে অবৈধভাবে আনা হচ্ছিল। বানরগুলোর আমদানিতে বন অধিদপ্তরের অনাপত্তি (এনওসি) সনদ ছিল না। চারটি বানর আমদানি করেন আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তি। বানরগুলো জব্দ করার পর গত সোমবার রাতে সেগুলো বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে বুঝিয়ে দেয় বিমানবন্দর কাস্টম কর্তৃপক্ষ।
অসীম মল্লিক আরও বলেন, ‘মঙ্গলবার দুপুরে এগুলো গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করেছি। পার্ক কর্তৃপক্ষ সেগুলো বুঝে নেয়। এ সময় পার্কের দায়িত্বরত চিকিৎসক উপস্থিত ছিলেন। পরে তাঁরা বানরগুলো পার্কের বন্যপ্রাণী কোয়ারেন্টাইন জোনে রেখে দিয়েছেন।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল চারটি বানর আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে। পরে সেগুলো পার্কের কোয়ারেন্টাইন জোনে রাখা হয়েছে। আপাতত বানরগুলো ভালো আছে। সাফারি পার্কের চিকিৎসক বানরগুলো নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন। নির্দিষ্ট সময় শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেব।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে