গাজীপুরের সদর উপজেলাধীন মেম্বারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় এক কারখানা সুপারভাইজার নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে বাইসাইকেল চালিয়ে কারখানায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নাহারুল ইসলাম (৫০)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানার দক্ষিণ ফিলিপনগর বৈরাগীর চর গ্রামের তারিম উদ্দিন সরকারের ছেলে। তিনি গাজীপুর সদর থানার ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় থেকে বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় এল জেড গ্রুপের মিনিম্যাক্স লি. কারখানায় সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন জানান, বুধবার সকাল ৮টার দিকে ভবানীপুরের ভাড়া বাসা থেকে কারখানার উদ্দেশে নিজের বাইসাইকেল চালিয়ে রওনা হন নাহারুল। পথে মেম্বারবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১৮৫৩) তাঁকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে