পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ট্রাক্টর উল্টে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বালীয়াতলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুমেল (১৮) পাবনা জেলার ঈশ্বরদী থানার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের আমজেদ ফকিরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম।
স্থানীয় বাসিন্দা রফিক জানান, রুমেল গত কয়েক মাস ধরে কলাপাড়ার বিভিন্ন এলাকায় ট্রাক্টর দিয়ে কৃষকের জমিতে চাষাবাদের জমি তৈরি করছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাঠের কাজ শেষে ফেরার পথে মুসুল্লিয়াবাদ গ্রামে এলে ট্রাক্টরটি উল্টে পাশের পুকুরে পড়ে যায়।
এ সময় পানিতে ট্রাক্টরের নিচে চাপা পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. জসীম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে