গাইবান্ধায় অবৈধভাবে গড়ে ওঠা ‘এস এ এগ্রোভেট’ নামের একটি গবাদিপশুর ওষুধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সেই সঙ্গে কারখানাটি সিলগালাসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধা সদরের শাপলা মিল এলাকায় জেলা প্রশাসনের সহায়তায় উপজেলা প্রাণিসম্পদ অফিস, বিএসটিআই, ওষুধ প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন থেকে এখানে ওষুধ উৎপাদন করে জেলার বিভিন্ন এলাকাসহ অন্যান্য জায়গায় বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এসব অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের সঙ্গে অসাধু ব্যবসায়ীরা যেন প্রতারণা করতে না পারেন।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে