বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগ কর্মী মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ হয়। এতে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
সমাবেশে বক্তারা বলেন, সিফাত গণিত বিভাগের মেধাবী ছাত্র। তাঁর ওপর হামলায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা চাচ্ছি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।
সমাবেশে উপস্থিত সিফাতের অনুসারী রুম্মান ও রুহুল আমিন বলেন, আমরা হামলার ঘটনা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। হামলার আগে ছাত্রলীগ কর্মী আলিম সালেহে সিফাতকে ফোন দেয়। ধারণা করা হচ্ছে আলিমের অনুসারীরাই এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে ছাত্রলীগ কর্মী সিফাতের ওপর হামলার ঘটনার পর ক্যাম্পাসে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
এ প্রসঙ্গে ববি প্রক্টর ড. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে