কিশোরগঞ্জে একটি প্রাইভেট ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু এবং মরদেহ আরেক হাসপাতালের মাঠ থেকে উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে গতকাল সোমবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা সিভিল সার্জন।
এর আগে রোববার রাতে সদর উপজেলার যশোদল ইউনিয়নের ‘আল-হেরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল’ নামের একটি হাসপাতালে মারা যান রুপালী আক্তার (২২) নামের ওই প্রসূতি।
এ বিষয়ে কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হেলাল উদ্দিন বলেন, ‘রুপালীর ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।’
জেলা সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ঘটনাটির প্রকৃত কারণ আপনাদের জানানো হবে।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘প্রসূতি রুপালীর মামা শ্বশুর মো. শরীফ মিয়া বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আমাদের জোর অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে আমরা তৎপর রয়েছি।’
উল্লেখ যে, গত রোববার দিবাগত রাতে সদর উপজেলার যশোদল ইউনিয়নের আল হেরা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে সিজারের সময় ভুল চিকিৎসায় রুপালী আক্তার (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠে। ওই ঘটনায় রুপালীর নবজাতক সন্তান ভাগ্যক্রমে বেঁচে যায়। অপারেশনের কয়েক ঘণ্টা পর স্বজনেরা জানতে পারেন, মৃত্যুর পর প্রসূতির মরদেহ ফেলে পালিয়ে যান ওই হাসপাতালের চিকিৎসক, কর্মচারী ও কর্তৃপক্ষ। খবর পেয়ে আরেক হাসপাতালের মাঠ থেকে ওই প্রসূতির মরদেহ উদ্ধার করে পুলিশ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে