ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ কুয়েত মৈত্রী হল অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিবুল হাসান আজকের পত্রিকাকে জানান, ‘আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে দুপুর আড়াইটার সময়ে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনি। দুটি ইউনিট কাজ করেছে। তবে কোথা থেকে এ আগুনের সূত্রপাত তা খুঁজে বের করার চেষ্টা করছি।’
হলের একাধিক শিক্ষার্থীর জানান, হলের সিঁড়ির পাশে বৈদ্যুতিক অনেক কানেকশন রয়েছে। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তাঁরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের দেখা পেলে শিক্ষার্থীরা চিৎকার, চেঁচামেচি শুরু করে। হলের আবাসিক শিক্ষার্থীরা নিচে নেমে আসে, এখনো সবার মাঝে একটা ভয় ও শঙ্কা কাজ করছে।’
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। খেলা শেষ হতে ২টা বাজে। শিক্ষার্থীদের খেলা শেষ করে আমি বাসায় যাই, পরে যখন শুনি হলে আগুন লেগেছে তখন আবার হলে আসি। হলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। সিঁড়ির পাশে বৈদ্যুতিক শর্টসার্কিটের পাশে বিভিন্ন পুরোনো জিনিসপত্র রয়েছে সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে