বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হাসানের সহকারী ও স্বেচ্ছাসেবক দলের (দক্ষিণ) নেতা ইমতিয়াজ আহম্মেদ জনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার পুলিশ। তিনি বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার বাদী।
সোমবার রাত ৮টার দিকে গোপীবাগ এলাকা থেকে জনিকে গ্রেপ্তার করে পুলিশ। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জনি একটি নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
গত ৪ ডিসেম্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপিরর নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ওপর হামলা হয়। এই হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইমতিয়াজ আহম্মেদ জনি বাদী হয়ে একটি মামলা করেন।
জনির স্ত্রী শাহনাজ মুক্তা জানান, জনিকে ওয়ারী এলাকার মিতালি স্কুলের সামনে থেকে পুলিশ তুলে নিয়ে যায়। ওয়ারী থানার পুলিশের গাড়িতে করে তাঁকে নেওয়া হলেও খোঁজ নিয়ে জানতে পেরেছি জনিকে যাত্রাবাড়ী থানার পুলিশ গ্রেপ্তার করেছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে