বরগুনার বেতাগীতে দুটি প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেতাগী পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস অভিযানে নেতৃত্ব দেন। বেতাগী থানার পুলিশ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাকে সহযোগিতা করে।
বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে বেতাগীতে অভিযান চালানো হয়। এ সময় বাসি খাবার বিক্রির অপরাধে একটি রেস্টুরেন্টের মালিককে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে একটি কসমেটিকস দোকানের মালিকের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে