খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রেজওয়ান আহম্মেদ সভাপতি ও যায়েদ বিন ছিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার তালুকদার রাসেল মাহমুদ নতুন কমিটির নাম ঘোষণা করেন।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মীম, যুগ্ম সাধারণ সম্পাদক তানজীম তালহা, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, অর্থ সম্পাদক মুহিব্বুল্লাহ, দপ্তর সম্পাদক প্রাণ প্রতিম কুন্ডু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমাইয়া আক্তার। সদস্যরা হলেন আমিনুর রহমান, নাইমুর রহমান ও তানভীর হাসান তন্ময়।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাফায়াত হোসেন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফারজানা তাসনিম পিংকি।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে