ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা নয়টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটার মালিকদের ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে আজ সোমবার এই অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আজ সোমবার দিনভর অভিযানে উপজেলার মেসার্স সোহাগ ইটভাটাকে ৫ লাখ টাকা, মেসার্স মুরাদ ইটভাটাকে ৫ লাখ, মেসার্স বিবিসি ইটভাটাকে ৫ লাখ, মেসার্স যমুনা ইটভাটাকে ৬ লাখ, মেসার্স বলাকা ইটভাটা-১ কে ৫ লাখ এবং ২ নম্বরকে ৫ লাখ, মেসার্স মাস্টার ইটভাটাকে ৫ লাখ, মেসার্স সততা ইটভাটাকে ৫ লাখ এবং মেসার্স শাপলা ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটাগুলো ভেঙে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন অপরাধের কারণে ইটভাটাগুলোয় অভিযান চালানো হয়। আংশিক ভেঙে দেওয়ার পাশাপাশি ভাটাগুলোর মালিকদের জরিমানা করা হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে