সাতক্ষীরায় রঘুনাথ খাঁ নামে এক সাংবাদিককে আটকের অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের বড় বাজার থেকে বাড়ি ফেরার সময় পিএন হাইস্কুল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
সাংবাদিক রঘুনাথ খাঁ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও দৈনিক পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
সাংবাদিক রঘুনাথ খাঁকে বহনকারী মোটরসাইকেলচালক আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, ‘রঘুনাথ খাঁ খবর সংগ্রহের জন্য দেবহাটার খলিষাখালী এলাকায় যান। সেখান থেকে তিনি মোবাইল ফোন দিয়ে কিছু ছবি তোলেন। ফেরার পথে তিনি বড় বাজার থেকে কাঁচাবাজার করেন। বাজার নিয়ে বাড়ি ফেরার পথে শহরের পিএন স্কুলের সামনে তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করেন সদর থানার জনৈক এক পুলিশ পরিদর্শক। পরে ওই পুলিশ কর্মকর্তা তাঁকে নামিয়ে অপর একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যান।’
রঘুনাথ খাঁর স্ত্রী সুপ্রিয়া রানী খাঁ বলেন, ‘খবর পেয়ে তিনি থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন। তবে কোথাও রঘুনাথ খাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।’
রঘুনাথ খাঁর স্ত্রী আরও বলেন, ‘গত শনিবার গভীর রাতে একদল লোক কাঠিয়াস্থ বাসায় এসে প্রথমে ডাকাডাকি করে। আমরা ভয়ে কোনো সাড়া না দিলে পরে তারা ভাঙা ইট মেরে চলে যায়।’
আটকের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জেহাদ ফখরুল আলম খাঁন আজকের পত্রিকাকে বলেন, সাংবাদিক রঘুনাথ খাঁকে আটকের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে