কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিনকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যায় পৌর সদর বাজারে এ ঘটনা ঘটে। আহত ফরিদ উদ্দিন বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ফরিদ উদ্দিনের অভিযোগ, সন্ধ্যা ৭টার দিকে উপজেলা যুবলীগের কয়েকজন নেতা-কর্মী নিয়ে তিনি পাকুন্দিয়া বাজারে আসেন। এ সময় ছাত্রলীগের পদ বঞ্চিত নেতা বিল্লাল হোসেন পাপ্পু ও আরমিনসহ ১৫-২০ জন তাঁর ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন।
তবে বিল্লাল হোসেন পাপ্পু অভিযোগ অস্বীকার বলেন, ‘শুনেছি যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঠেলা-ধাক্কায় পড়ে গিয়ে ফরিদ উদ্দিন মুখে আঘাত পেয়েছেন। আমাদের কেউ তাঁর ওপর হামলা করেনি।’
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন বলেন, ‘পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’
উল্লেখ্য, গত ২০২২ সালের ৫ অক্টোবর ১৯ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এরপর থেকে এ কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল, মশাল মিছিল, সড়ক অবরোধসহ লাগাতার কর্মসূচি পালন করেন পদবঞ্চিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে