চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার দুপুরে শহরের দর্শনা পুরোনো বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
জানা গেছে, আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় দর্শনা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মুদিখানা, ফার্মেসি, ফলের দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মেসার্স দোয়েল মেডিকেল থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক হায়দার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫১ ধারায় ১০ হাজার টাকা ও মেসার্স মাস্টার ফার্মেসির মালিক আবু সাঈদকে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেসার্স সিরাজ ফল ভান্ডারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট, কোমল পানীয় বিক্রি ও ফলের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানের মালিক মো. সুমন আলীকে ৩৮ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা এবং মেসার্স মমিন ফল ভান্ডারের মালিক শামীম মিয়াকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৫১ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন দর্শনা থানার পুলিশ সদস্যদের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে