লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বুড়িমারী-লালমনিরহাট রেললাইনের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ, পাটগ্রাম ফায়ার সার্ভিস জানায়, বুড়িমারী রেলস্টেশন থেকে বেলা ১১টার দিকে দিনাজপুর পার্বতীপুরের উদ্দেশে একটি ট্রেন ছেড়ে যায়। এ সময় পাটগ্রাম সদর ইউনিয়নের বেলতলী এলাকার রেললাইনে বসে ধূমপান করছিল অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। একপর্যায়ে ট্রেন কাছাকাছি এলে তিনি রেললাইনে শুয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
পাটগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিদার রহমান বলেন, নিহত ব্যক্তির পরনে লুঙ্গি আর সোয়েটার ছিল। মরদেহ পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লালমনিরহাট রেলওয়ে থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে রেলওয়ে থানা-পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে