ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার ঘটনায় সব আইনজীবীর লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। তলবের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা বারের ২১ আইনজীবী হাজির হলে শুনানিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এমন মন্তব্য করেন।
হাইকোর্ট বলেন, ‘ম্যাট্রিক পাস লোকও এ রকম কথাবার্তা বলে না। এটা কোনো আন্দোলনের ভাষা? আমরা এসব আইনজীবীর লাইসেন্স আজীবনের জন্য ক্যানসেল করতে পারি। এটা ৬৪ জেলার বিষয়। আমরা বিব্রত। আপনারা সবাই বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞদের সঙ্গে যায় এসব?’
আইনজীবীরা সময় চাইলে আদালত ২১ আইনজীবীকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন। এর আগে গত ১০ জানুয়ারি ওই ২১ আইনজীবীকে তলব করেন হাইকোর্ট। ওই তলবের পরিপ্রেক্ষিতে তাঁরা আজ হাজির হন।
আইনজীবীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নূর দুলাল।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে