মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশালের ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মো. মোখলেসুর রহমান মুকুল, মো. সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, মো. সুলতান মাহমুদ ফকির ও নাকিব হোসেন আদিল সরকার।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়। ২০১৮ সালের ৫ ডিসেম্বর এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। যুক্তিতর্ক শেষে গত বছরের ৫ ডিসেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। গতকাল রোববার ট্রাইব্যুনাল রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে