বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক আলী যাকেরের স্মরণে ছয় দিনব্যাপী ‘আলী যাকের নতুনের উৎসব’। গত শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন উদ্বোধন করেন অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উৎসবের উদ্বোধনী দিনে দেশের নাট্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য দেশের বরেণ্য চার গুণীজনকে দেওয়া হয়েছে সম্মাননা। এ বছর সৈয়দ শামসুল হক নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ, জিয়া হায়দার নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন নির্দেশক সৈয়দ জামিল আহমেদ, আলী যাকের নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ এবং খালেদ খান নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন অভিনয়শিল্পী মাসুদ আলী খান।
প্রধান অতিথির বক্তব্যে কে এম খালিদ বলেন, ‘আলী যাকেরের মতো গুণী মানুষকে স্মরণ করে এই আয়োজন প্রশংসার দাবি রাখে। নাগরিক নাট্য সম্প্রদায়কে ধন্যবাদ জানাই এই উৎসবের জন্য।’
ফেরদৌসী মজুমদার বলেন, ‘আমার অভিনয়জীবনে সব সময় উৎসাহ দিতেন আলী যাকের। তাঁকে নিয়ে নাগরিকের এই আয়োজনের প্রশংসা করছি। আলী যাকেরকে নিয়ে বলব—রয়েছ অন্তরে অন্তরে।’
উৎসবের আহ্বায়ক সারা যাকের বলেন, ‘প্রতি দুই বছর অন্তর নভেম্বরে “আলী যাকের নতুনের উৎসব” আয়োজন করা হবে। উৎসবটি সব নাট্যকর্মীকে অনুপ্রেরণা জোগাবে।’
২০১৯ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রণোদনায় সাতটি নাটক নিয়ে প্রথমবারের মতো উদ্যাপিত হয় ‘নতুনের উৎসব’। করোনার কারণে বন্ধ থাকার পর এ বছর দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে উৎসবটি। আলী যাকেরের স্মরণে এবারের উৎসবের নামকরণ করা হয়েছে ‘আলী যাকের নতুনের উৎসব’। ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে