নড়াইলে নিখোঁজের ছয় দিন পর ইয়াসিন মোল্যা (২২) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া ঈদগাহের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াসিন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বাসিন্দা বিল্লাল মোল্যার ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, ইয়াসিন গত ১৬ জানুয়ারি রাত ১১টার দিকে বন্ধুদের সঙ্গে সুলতান মেলা দেখার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ মেলেনি। এ ঘটনার পরদিন ইয়াসিনের বোন শিরিনা খানম সদর থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি)। ইয়াসিনের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান জানান, লাশ পচে গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে