বগুড়ায় ফেসবুকে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ স্ট্যাটাস দিয়ে নাইম (১৫) নামের এক স্কুল ছাত্র ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। আজ রোববার সকাল ৯টার দিকে মহাস্থানগড়ের পাশের এলাকা থেকে ওই কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নাইম বগুড়ার মহাস্থান উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরিক্ষার্থী ছিল। সে মহাস্থানগড়ের পাশের এলাকা সুদামপুর নয়াপাড়া গ্রামের অটোরিকশা চালক আব্দুল হামিদের ছেলে।
নাইম হাসানের বাবা আব্দুল হামিদ আজকের পত্রিকাকে জানান, তাঁর দুই সন্তানের মধ্যে নাইম বড়। গ্রামের এক স্কুলছাত্রীর সঙ্গে নাইমের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই ছাত্রীর অন্যত্র বিয়ে ঠিক হয়। এতে নাইম মেয়েটিকে বিয়ে করার জন্য পরিবারে চাপ দিচ্ছিল। বাবা-মা ছেলের প্রস্তাবে রাজি হয়নি। এরপর নাইম পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। রাতে দেরি করে বাড়ি ফিরত। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সে বাড়ি ফেরে। দেরিতে ফেরায় ঘরে ঢুকতে না দিয়ে বকা দিলে ক্ষুদ্ধ হয়ে নাইম বাড়ি থেকে চলে যায়। পরে রোববার সকালে বাড়ির পাশে লাশ পাওয়া যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে জানান, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে নাইম তার ব্যবহত ‘ক্রাশ কিং’ নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়। সেখানে লেখা ছিল ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। এ ছাড়া তাঁর ব্যবহত ফেসবুক আইডির বায়োতে লেখা আছে ‘কাউকে না বলেই চলে গেলাম, সবাই আমাকে ক্ষমা করে দিয়েন’।
ওসি মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে আরও বলেন, প্রেমঘটিত কারণে ছেলেটি ‘আত্মহত্যা’ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিরের অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে