বর্তমান সরকার ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে। এখন জনগণের ওপর চেপে বসেছে। দেশে নিত্যপণ্যসহ বিদ্যুৎ ও গ্যাসের দাম লাগামহীনভাবে বাড়াচ্ছে বলে জানিয়েছেন বরিশাল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
আজ রোববার দুপুরে বরিশালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বর্তমান সরকার ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে। এখন জনগণের ওপর চেপে বসেছে। দেশে নিত্যপণ্যসহ বিদ্যুৎ ও গ্যাসের দাম লাগামহীনভাবে বাড়াচ্ছে। এর প্রভাবে দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ নিজেদের মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে। দেশের মানুষের শান্তি ফিরিয়ে আনতে কঠোর আন্দোলনে নামতে হবে।’
আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়। এ সময় পাঁচ শতাধিক গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন মজিবর রহমান সরোয়ার।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহসম্পাদক আনোয়ারুল হক তারিন, সাবেক সদস্য ওয়াহিদুজ্জামান ওহিদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সম্পাদক কামাল খন্দকার, মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান, যুবদল নেতা রিয়াজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান সাব্বির প্রমুখ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে