Alexa
রোববার, ২৯ জানুয়ারি ২০২৩

সেকশন

epaper
 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভুক্তভোগী বাংলাদেশ: কৃষিমন্ত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১২:৫৩

বার্লিনে ১৫তম বার্লিন কৃষিমন্ত্রীদের সম্মেলনে আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভুক্তভোগী বাংলাদেশ। এই যুদ্ধের ফলে সারের দাম চার গুণ বেড়েছে। খাদ্যশস্যের দামও অনেক বেড়েছে। এই যুদ্ধ খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলেছে।’ 

কৃষিমন্ত্রী বলেন, ‘খাদ্য ও কৃষি উপকরণকে যুদ্ধ ও অবরোধের বাইরে রাখা উচিত। খাদ্য নিরাপত্তায় উন্নত বিশ্বকে নমনীয় হয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’ 

গতকাল শনিবার জার্মানির বার্লিনে ১৫তম বার্লিন কৃষিমন্ত্রীদের সম্মেলনে আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। এই সম্মেলনে বিশ্বের ৭০টিরও বেশি দেশের কৃষিমন্ত্রী ও ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নিয়েছেন।

ভবিষ্যতের খাদ্যনিরাপত্তায় বাংলাদেশ সরকারের প্রস্তুতি তুলে ধরে সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার একটি উন্নত, টেকসই ও জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এর মাধ্যমে মানুষের খাদ্যনিরাপত্তা টেকসই হবে এবং কৃষকেরা উন্নত জীবন পাবেন।’

বার্লিনে কৃষিমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার ও বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্মেলনে জানানো হয়, বর্তমানে বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি খাদ্যসংকট পরিস্থিতি মোকাবিলা করছে। ক্ষুধায় আক্রান্ত মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে। ২০২১ সালে ৭০ কোটি ২০ লাখ থেকে ৮২ কোটি ৮০ লাখ মানুষ ক্ষুধায় আক্রান্ত হয়েছেন, যা ২০২০ সালের চেয়ে ৪ কোটি ৬০ লাখ এবং ২০১৯ সালের চেয়ে ১৫ কোটি বেশি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  দেশে রেকর্ড ১৯ লাখ টনের বেশি খাদ্যের মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

  রাশিয়া নিষেধাজ্ঞার জাহাজের নাম ও রং পরিবর্তন করে পাঠিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

  রূপপুর পরমাণু কেন্দ্রের পণ্য খালাস না করেই ফিরে গেল রাশিয়ার জাহাজ

  ব্রয়লার মুরগির মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়: কৃষিমন্ত্রী

  ‘কারও মাতব্বরি করার সুযোগ নেই’, যুক্তরাষ্ট্র–রাশিয়া পাল্টাপাল্টি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

  আমরা যুদ্ধ চাই না, স্যাংশন চাই না, শান্তি চাই: প্রধানমন্ত্রী

  এবং বই-এর পঞ্চম বর্ষপূর্তিতে আনন্দ সম্মিলন

  উপশাখা ব্যবসার উন্নয়নে ইসলামী ব্যাংকের সম্মেলন 

  রেমিট্যান্স গায়েব করেছিলেন তারেকের সাবেক পিএস: সিআইডির দাবি

  সরকারই ভোজ্যতেল ও চিনি আমদানিতে নামছে

  ৮৩ হাজার কর্মী নেবে ইতালি, সুযোগ পাবেন বাংলাদেশিরাও

  বার কাউন্সিল সভায় বাগ্‌বিতণ্ডায় জড়ালেন বিএনপি-আওয়ামীপন্থী আইনজীবীরা