Alexa
রোববার, ২৯ জানুয়ারি ২০২৩

সেকশন

epaper
 

আলভেজের গ্রেপ্তারে দুঃখ পেয়েছেন জাভি

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১২:০৮

বার্সেলোনার জার্সিতে দানি আলভেজ ও জাভি হার্নান্দেজ। ছবি: সংগৃহীত বার্সেলোনার জার্সিতে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন জাভি হার্নান্দেজ ও দানি আলভেজ। সময়ের পরিক্রমায় একসময়ের দুই সতীর্থের অবস্থান এখন দুই মেরুতে। বার্সেলোনার কোচের দায়িত্বে আছেন এখন জাভি। আর নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার আলভেজ এখন দিন কাটাচ্ছেন কারাগারে। পুরোনো সতীর্থ গ্রেপ্তার হওয়ায় মর্মাহত হলেন জাভি।

গত পরশু কাতালোনিয়ায় স্থানীয় সময় সকালে আলভেজকে গ্রেপ্তার করে পুলিশ। আলভেজের গ্রেপ্তারে যেন ভাষা হারিয়ে ফেলেছেন জাভি। বার্সেলোনা কোচ বলেন, ‘এমন অবস্থায় মন্তব্য করা কঠিন। আমি খুবই মর্মাহত হয়েছি। এখানে বিচারের প্রশ্ন আসে। দানির জন্য খুব খারাপ লাগছে।’

গত বছরের শেষের দিকে বার্সেলোনায় ছুটি কাটাতে এসেছিলেন আলভেজ। বার্সেলোনার সাটন নাইট ক্লাবে এক নারীকে বাজেভাবে স্পর্শ করার অভিযোগ তোলা হয়েছিল আলভেজের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, ‘হ্যাঁ, আমি সেখানে ছিলাম। অন্যান্য মানুষদের মতো আমিও খুব উপভোগ করছিলাম। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি নাচতে পছন্দ করি। আমি কাউকে বিরক্ত না করে নাচানাচি করছিলাম। সেই নারীকে আমি চিনি না। জীবনেও দেখিনি তাঁকে।’

ব্রাজিলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেজ। ৮ গোলের সঙ্গে ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৮৫৯ ম্যাচে করেছেন ৬০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৭৮ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালানদের জার্সিতে খেলেছেন ৪০৮ ম্যাচ। ২২ গোলের পাশাপাশি ১০৫ গোলে অ্যাসিস্ট করেছেন। পুমার হয়ে ১৩ ম্যাচে কোনো গোল না করলেও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। পুমা গত পরশু ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাতিল করে ফেলে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  পঠিতসর্বশেষ

  এলাকার খবর

   
   

  ফাওয়াদ বাদ পড়ায় অবাক আফ্রিদি 

  রশিদের নেতৃত্বে আমিরাতে যাচ্ছে আফগানিস্তান

  ম্যাগুয়ারের চোখে সেরা খেলোয়াড় কাসেমিরো 

  সৌদিতে গিয়েই মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো

  ভর্ৎসনার সঙ্গে ডিমেরিট পয়েন্ট পেলেন শান্ত

  পেদ্রিকে ‘পার্থক্য গড়া’ ফুটবলার বললেন জাভি 

  সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

  সরকারের বিরুদ্ধে প্রতিবাদ: অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ইরানি নির্মাতা জাফর পানাহি

  তুরাগে নারী গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’

  চলমান আন্দোলনে বড় মাত্রা যোগ করেছে যুগপৎ কর্মসূচি: মির্জা ফখরুল 

  বালতিতে উপুড় হয়ে পড়েছিল শিশু আফিফা, হাসপাতালে মৃত্যু

  মোহনগঞ্জে সাবেক ইউপি সদস্যের দরজার সামনে কাফনের কাপড়, এলাকায় আতঙ্ক