ভোলায় অনলাইন নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। আজ শনিবার সকালে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুর রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস্-উল-আলম মিঠু।
বক্তব্য দেন, মেলা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা সাংবাদিক শিমুল চৌধুরী, মীর শাওন, নিয়াজ মোর্শেদ, সভাপতি এসবি বিথী প্রমুখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় হরেক রকম মুখরোচক খাবার, কুশিপণ্য, ওয়ালমেট, বিভিন্ন ডিজাইনের পোশাকসহ পণ্যের পসরা সাজানো হয়।
ভোলা ওমেন্স ই-কমার্স প্লাটফর্ম এই মেলার আয়োজন করে। ব্যবসায় প্রসার ঘটাতে আজ ২১ জানুয়ারি শুরু হওয়া মেলায় প্রায় ১৬টি স্টল রয়েছে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। প্রতিটি স্টলে হাতের তৈরি নানা রকম পণ্য বিক্রি করছেন ভোলার নারী উদ্যোক্তারা। জেলার নারীদের এমন ব্যতিক্রম উদ্যোগে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে