আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘কোনো অপশক্তিকে বাংলার জনগণ আর দেখতে চায় না। বিএনপি সংবিধান মেনে শান্তিপূর্ণ আন্দোলন করলে কোনো আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে যদি তারা জানমালের ক্ষতি করে, বাসে আগুন দেয়, মানুষকে রক্তাক্ত করে, তাহলে সেই হাত ভেঙে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে।’
আজ শনিবার সন্ধ্যায় নাটোরের অণিমা চৌধুরী অডিটরিয়ামে ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খায়রুজ্জামান লিটন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশ উন্নতির আরেক স্তরে পৌঁছাবে। ২০৪১ সালে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হবে বাংলাদেশ। আমরা এগিয়ে যাচ্ছি নেত্রীর হাত ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তাই তো আমরা বলি, যত দিন শেখ হাসিনার হাতে দেশ, তত দিন পথ হারাবে না বাংলাদেশ।’
মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপি তাদের মিথ্যাচার অব্যাহত রেখেছে। তাদের দ্বারা মানুষের কখনো কোনো কল্যাণ হয়নি। বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেই কারণে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে তারা। দেশের মানুষের কল্যাণ তাদের সহ্য হয় না।’
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত মহিলা আসনের এমপি রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী প্রমুখ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে