শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান লিখন নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে বানেশ্বর্দী ইউনিয়নের বাউশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লিখনের বাড়ি পৌরসভার জালালপুর মহল্লায়। সে গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পরিবার সূত্র বলছে, অভাবের সংসারে দিনমজুরের কাজ করে পড়াশোনার খরচ জোগাত লিখন। আজ বিকেলে বাড়ি থেকে বটবটিতে চড়ে কাঠ আনতে যাওয়ার পথে বাউশা এলাকায় দিশারী উচ্চবিদ্যালয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এটি সড়কের পাশে ধানখেতে উল্টে যায়। এতে বটবটির নিচে চাপা পড়ে লিখন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মামুদ আজকের পত্রিকাকে জানান, লিখনের মরদেহ থানায় আনা হয়েছে। বটবটিচালক পালিয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা করতে না চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে