পটুয়াখালীর বাউফলে মদপানের অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার বাউফল-কালাইয়া সড়কে ফিরোজ আলমের বাসা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ৫ বোতল মদ জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বাসভবনের মালিক মো. ফিরোজ আলম (৪০), মো. সাইদুল ইসলাম (২৯), মো. হাসান (২৮), মো. হাবিবুর রহমান (২৯), মো. খালিদ হাসান (২৮) ও তকরিম উদ্দিন আহম্মেদ (৬১)। তাঁদের মধ্যে তকরিম উদ্দিনের বাড়ির ঢাকার বংশালে। বাকি পাঁচ ব্যক্তি বাউফলের ছোট ডালিমা ও দাসপাড়া গ্রামের বাসিন্দা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় ৫ বোতল মদ জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে