ময়মনসিংহে আবুল মুনসুর নামের এক ব্যক্তির টাকা ও স্ত্রীর স্বর্ণালংকার নিজ বাসা থেকে চুরি হওয়ার ১১ দিন উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
ওসি বলেন, গত ৯ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর ইটাখোলা রোডে আবুল মুনসুর নামের এক ব্যক্তির বাসায় চুরির ঘটনা ঘটে। আবুল মুনসুরসহ পরিবারের লোকজন ঘটনার কিছুদিন আগ থেকে ঢাকায় অবস্থান করার সুযোগে চোরেরা দিনের বেলায় বাসার মূল গেট টপকে বাসা ও রুমের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
পরে অভিযোগের প্রেক্ষিতে সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে গত ১৩ জানুয়ারি অভিযান চালিয়ে মাহফুজুর রহমান তুহিনকে (২০) গ্রেপ্তার করা হয়।
পরে আদালতের মাধ্যমে তাঁকে দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁর দেওয়া তথ্যমতে পাঁচ লাখ টাকা ও ১টি স্বর্ণের আংটি, ১ জোড়া স্বর্ণের বালা, ১ টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। যদিও আবুল মুনসুরের দাবি স্বর্ণালংকার ছাড়াও তাঁর সাত লাখ টাকা চুরি হয়েছে। মাহফুজুর রহমান তুহিনের নামে আরও একাধিক মামলা রয়েছে। বাকি টাকা উদ্ধারে আরও রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে