পটুয়াখালীর কলাপাড়ায় ২০ কেজি হরিণের মাংসসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের শিববাড়িয়া নদী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-পাথরঘাটা উপজেলার দক্ষিণ চর দুয়ানী গ্রামের মাসুম বিল্লাহ (৪৪) ও কুয়াকাটা পৌর এলাকার হাসান (৩৫)।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, শুক্রবার রাত ১০টার দিকে শিববাড়িয়া নদীতে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে চার প্যাকেটে রাখা ২০ কেজি হরিণের মাংসসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সুন্দরবনে রশি দিয়ে ফাঁদ পেতে নৃশংসভাবে হরিণ শিকার করে বিভিন্ন এলাকায় সেই মাংস বিক্রি করেন।
এ ঘটনায় বন্যপ্রাণী নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে তাঁদের আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে