সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় তিনজন মারা গেছেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জন।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার সুলতানপুর-গহরপুর সড়কের সিলাম ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বালাগঞ্জ উপজেলার চরআলা গ্রামের হুরমত উল্লাহর ছেলে অটোরিকশা চালক বাবুল মিয়া, একই উপজেলার গহরপুর এলাকার আমজাদ আলীর ছেলে মো. আনহার ও রেজাউল মিয়া। আহতরা হলেন—সোনা মিয়া, রোজিনা ও আল আমীন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, বটতলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশায় নারী ও শিশুসহ ৬ জন ছিলেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোচালক বাবুল মিয়া ও যাত্রী মো. আনহার মারা যান। বাকি ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রেজাউল মিয়া মারা যান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন:
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে